কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (০৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের চুপাইর গ্রামে সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব তনিমা আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান। এতে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস