গাজীপুর সদর উপজেলায় ভারারুল গ্রামে রাজস্ব কর্মসূচীর বিনা ধান ১৭ এর মাঠ দিবস ১২/৯/১৮ খ্রীঃ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলীমুজ্জামান মিয়া, অতিরিক্ত পরিচালক (দানাদার, ডাল, তৈল ও অন্যান্য ফসল), ক্রপস উইং, ডিএই, ঢাকা মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুব আলম, ডিডি, ডিএই, গাজীপুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসীম উদ্দিন, উিটিও , জনাব নাহিদা আমীন, এডিডি (উদ্যান), মুহাম্মদ শাহ আলম, এডিডি (শস্য), উিএই, গাজীপুর। মাঠ দিবস শেষে অতিথিবৃন্দ বিনা ধান১৭, ব্রি ধান৭০ এর বীজ উৎপাদন প্লট, আউশ ধান ব্রি ধান৪৮ এর কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ পরিদর্শন করেন। পরবর্তীতে অতিথিবৃন্দ পার্চিং উৎসবে অংশ গ্রহন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS